প্রতিষ্ঠান কোডঃ ৫০০৩৩,৫০০৪৩
৭৮৬
মোবাইলঃ ০১৭১৫৪৬০২৪২
মানুষ সৃষ্টির সেরা জীব । সেরা হিসেবে এ পৃথিবীতে তার প্রতিটি কাজ হবে কল্যাণ কর, এটাই প্রত্যাশা সবার । একটা পশুকে পশু হওয়ার জন্য কোন শিক্ষার দরকার হয় না । কিন্ত একটা মানুষকে মানুষ হতে হলে শিক্ষার দরকার হয় । মানুষ আর পশুর মধ্যে পার্থক্য হল বিবেক । পশু নিজে তার জৈবিক চাহিদা মিটানোর জন্য ন্যায় অন্যায় বুঝে না , কিন্তু তার একটা সীমা আছে । যেমনঃ একটা হিংস্র বাঘ দিনে একটা বা দুটা হরিন শিকার করে , কিন্তু মানুষ যদি মানুষ না হয় , তবে সে হাজার হাজার মানুষের ক্ষতি করে তাদের মুখের গ্রাস কেড়ে নেয় । যেমনঃ এ পৃথিবীর মুষ্টি মেয় কয়েক জনের কাছে সারা পৃথিবীর মানুষের টাকা জমে আছে । একটা বাঘ কিন্তু পেট ভরে খাওার পর আর শিকার ধরে না । আবার যখন ক্ষুধা পায় তখনই শিকার ধরে , আর মানুষ কিন্তু তা না । তার যত আছে আরও ততো লাগবে । আরও ! আর সে জন্য ন্যায় অন্যায় বোধ তখন থাকে না । আমাদের হালাল রুজির জন্য অন্যায় কিছুর দরকার হয় না ।
আমাদের সন্তানরা মানুষ হউক এ প্রত্যাশা সবার । কিন্তু আপনি আমি ও কোন পিতামাতার সন্তান আমরা কেন মানুষ হব না । প্রথম আমি মানুষ হই । মানুষ হওয়ার জন্য প্রথমে দরকার হালাল রুজি এ রুজির জন্য কর্মমুখি শিক্ষার বিকল্প নেই । কর্মমুখি শিক্ষা হলেই হবে না , দক্ষতা অর্জন করতে হবে । বাঙালি উদ্যোক্তার জাতি । তাই “কর্মমুখি শিক্ষায় দক্ষতা অর্জন করে আত্মকর্ম সংস্থানের মাধ্যমে সমৃদ্বি অ্যানায়নই আমর লক্ষ্য ।এ লক্ষ্য নিয়ে “সিদ্দিকিয়া এডুকেশন কমপ্লেক্স” থেকে কারিগরি ও বাণিজ্যিক কলেজ,উত্তরা কলেজটির জন্ম হয় ১৯৯১ সনে । সীমিত আসনে ছাত্র-ছাত্রীর শিক্ষার সুযোগ এখানে রয়েছে ।এখানে জিপিএ-৫ নিয়ে কথাবার্তা হয় না । এখানে তাদের কথা বলা হয় যারা ঝরে পড়ে যায় বা যাচ্ছে তাদের কথা । বলতে পারেন জিপিএ-৫ কি দোষের ? না । অবশ্যই গর্বের । আনন্দের । কিন্তু ভাবুনতো , একটা ছেলে ঝড়ে পড়ে গেলে সমাজের, দেশের জন্য কত বড় বোঝা ? কত ক্ষতি করতে পারে একটা মাত্র সন্ত্রাসি ? বলতে পারেন তবে আমার সন্ত্রাসি পরাচ্ছি ? না । যখন কাজ না থাকে তখন অলস মস্তিস্কে শয়তানের আড্ডা । আমার আপনার প্রতিটি সন্তানকে কাজে লাগান । যে যা কাজ পারে , যা তার ভাল লাগে তা নিরে পড়াশুনা করুক । মা বাবার পছন্দের বিষয়ে পড়াশুনা নয় , ছাত্রের পছন্দের বিষয়ে পড়াশুনা করুক প্রতিটি সন্তান তবেই সাফল্য আসবে। কাজে লেগে থাক দেশের প্রতিটি সন্তান । হালাল রুজি অর্জন করুক । নিজের পায়ে হাটতে শিখুক প্রতিটি যুবক-যুবতি । দেশ এগিয়ে যাবে সামগ্রিক সাফল্যের পায়ে ।
এ পৃথিবী-২৪ ঘণ্টায় ২৫০০০ মাইল দূরত্ব অতিক্রম করছে । আমরা এ গ্রহের অধিবাসী আমরা কেন থেমে থাকব ? আসুন আমাদের মধ্যে সুপ্ত বিশাল সম্ভাবনাকে কাজে লাগাই । প্রতিটি মানুষকে তার সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগ করে দেই । যে পড়াশুনায় কম ভাল তাকে নিয়ে আসুন আমদের প্রতিষ্ঠানে । সবাই জিপিএ-৫ কে নিয়ে যখন ব্যস্ত, তখন আমরা সম্মানের সাথে , আদরের সাথে, ভালোবাসা দিয়ে টেনে নিচ্ছি আপনার সেই সন্তানকে যাকে সবাই অবহেলায় তাচ্ছিল্য করছিল তাকে । দেখবেন এ রকম সন্তানরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে টমাস আল্ভা এডিসনের মত সারা পৃথিবীকে আলোকিত করার মত বৈদ্যুতিক বাতির মত শত আবিষ্কারক হবে । টমাস আল্ভা এডিসন ? হ্যাঁ , সেও সকল বিষয়ে ফেল করার জন্য তাকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছিল । কিন্তু সেই টমাস-ই পৃথিবীকে আলোকিত করেছিল , কত ফার্স্ট বয়/গার্ল -ই তো প্রতি বছর আসে যায় , কই ? একজনও তো টমাস এর মত হয়নি । প্রতিক্ষায় আছি একটা নয় দুটো নয় হাজার লক্ষ টমাস জন্ম নিবে এ প্রতিষ্ঠানে এই প্রত্যাশায় ।
Welcome to Technical and Commercial College, an institution where excellence is tradition. This institution is for those who shall be pioneers, for those who shall experiment with the innovative contemporary thought and creative expression, for those who shall dare give shape to their aspirations and cherished dreams. My target is to equip every student of my colleges with the best education and infrastructure to help them achieve nothing but the best in life.
Our aim is to train the students, armed with the ability to work effectively and efficiently, across professional boundaries, so that they can emerge as leaders and innovators in their chosen professions. Simultaneously innovative teaching methods and aids has also introduced, to improve the quality of education imparted. I am confident that they will prove themselves to be a great asset to any organization they join and will prove worthy of having been associated with this Institute as its quality power.
Developed by Sors Technology